চোখে কালো কাপড় বেঁধে চবি চারুকলা শিক্ষার্থীদের অবস্থান
১০৭তম দিনে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় তারা এক দফা দাবি ‘চারুকলা ক্যাম্পাসে চাই’ লিখিত ব্যানার নিয়ে অবস্থান নেয়।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে শিক্ষার্থীরা অবস্থান নেয়। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে।
আন্দোলনরত শিক্ষার্থী জহির রায়হান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে যার কারণে আমরা আজ শহরের চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের একটাই দাবি এখন ‘চারুকলা ক্যাম্পাসে চাই’। আমরা আমাদের দাবিতে অনড় থাকব।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কর্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, উপাচার্য চারুকলার আন্দোলন স্থগিতের জন্য আহ্বান জানিয়েছেন। আগামী বাজেটে চারুকলার বিষয়টি বিবেচনা করা হবে।
স্থগিত ঘোষণার পরেও কেন এই অবস্থান কর্মসূচি এমন প্রশ্নের উত্তরে খন্দকার মাসরুর আল ফাহিম নামের আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ওই ঘোষণাতে আমরা তো দৃশ্যমান কিছু পাইনি। এতদিন ধরে আন্দোলন করতেছি এর মধ্যে কি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া যেত না? আশ্বাস তো এরকম অনেকবার পেয়ে আসছি। কিন্তু কিছুই হয় নাই। আশ্বাসে আমরা কীভাবে বুঝতে পারব যে আমাদের নিয়ে কাজ করা হচ্ছে। এখন আমাদের একটাই দাবি চারুকলা মূল ক্যাম্পাসে নেওয়া ছাড়া আন্দোলন থামবে না।
গত ৯ জানুয়ারি চবি চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১০০তম দিনে বাধা দেওয়া ও হামলার অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের উপগ্রুপ ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) ও বিএমের (বাংলার মুখ) কর্মীদের বিরুদ্ধে।
এসময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আকতার, আরটিভির ফটো সাংবাদিক এমরাউল কায়েস মিঠুসহ বেশ কয়েকজন সংবাদকর্মী ছাত্রলীগ নেতা-কর্মীদের হাতে হেনস্তার শিকার হন।
হামলার ঘটনায় ওইদিন দুপুরে প্রক্টর বরারব লিখিত অভিযোগ করেছেন চারুকলার আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ঘটনায় শনিবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
এর আগে টানা ৮২ দিন আন্দোলনের পর ২১ জানুয়ারি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী। পরদিন দ্বিতীয় দফায় জেলা প্রশাসক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির শিক্ষার্থীদের আশ্বাস দিলে তারা আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করে খোলা মাঠে ক্লাস করার সিদ্ধান্ত নেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীতে অবস্থিত। ২০১০ সালে চবি চারুকলা বিভাগ ও চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজকে একীভূত করার মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি নগরীর বাদশাহ মিয়া চৌধুরী সড়কে বর্তমান চারুকলা ইনস্টিটিউটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এসজি