বসন্ত বরণে মেতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শীতের রুক্ষতা শেষে প্রকৃতিতে নানা ফুল, ফল ও রূপ নিয়ে এসেছে বসন্ত। বাঙালি বরাবরই উৎসবকে বরণ করে নেয় নানান সাজে, নানান রূপে। আর সেটা যদি হয় বসন্ত তবে ঋতুর রাজাকে বরণ করতে যেন আয়োজন একটু বেশিই। তাইতো বসন্তকে বরণ করতে নানান আয়োজন পুরান ঢাকার উৎসবের অন্যতম বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)। বিশ্ববিদ্যালয়ের নানা বিভাগ আয়োজন করে বসন্ত উৎসব-১৪২৯।
বাংলা বিভাগের বসন্ত উৎসব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরই বসন্তের অনুষ্ঠান আয়োজন করে বাংলা বিভাগ। তারই ধারাবাহিকতায় বসন্তকে বরণ করতে এবারও নানান আয়োজন করেছে জবির বাংলা বিভাগ। বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নাচ, গান, কবিতা আবৃত্তি করে বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। বুদ্ধদেব বসুর নাটক তপস্বী ও তরঙ্গিণী নাটক মঞ্চস্থ করার মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং পিআরআইপি দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস।
সংগীত বিভাগের বসন্ত উৎসব
সুরের ছন্দে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ। ‘আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হউক ক্ষণতরে’-স্লোগানকে সামনে রেখে বসন্ত উৎসব-১৪২৯ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে আয়োজন করা হয় সঙ্গীত বিভাগের এই অনুষ্ঠান। নানা ধরনের গানে বসন্তকে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।
জবি শিক্ষক সমিতির পুরস্কার বিতরণী ও বসন্ত উৎসব: বিভিন্ন বিভাগের পাশপাশি বসন্তকে বরণ করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি। এসময় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণী করা হয়। এসময় গানসহ নানান আয়োজনে মাতেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নাট্যকলা বিভাগের বসন্ত উৎসব
বসন্তকে বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসের শান্ত চত্বরে অনুষ্ঠিত হয় নাট্যকলা বিভাগের বসন্ত উৎসব। এসময় বিভাগের শিক্ষার্থীরা নাচ, কবিতা, গানে বরণ করে ঋতুরাজ বসন্তকে।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, ‘আমরা বাঙালি, আমাদের দেশ ১২ মাসে ১৩ পার্বণের দেশ। অসাম্প্রদায়িকভাবে আমরা সব উৎসব উদযাপন করি। বেশ কয়েকটি বিভাগ এবার বসন্ত বরণ উৎসব উদযাপন করছে। গ্রামীণ পরিবেশের আদলে বসন্ত বরণ উৎসব দেখে খুবই ভালো লাগছে। বসন্তের ফুল ফোটার উৎসব হোক সবখানে। এতে করে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা দূর হবে সমাজ থেকে।’
এসজি