চবি ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব উদযাপিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সংগীত বিভাগের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) চবি উন্মুক্ত মঞ্চে উদীচী শিল্পী গোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ এর উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে।
বসন্ত উৎসব উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী চবি সংসদ আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি জনাব ইউসুফ মুহম্মদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক জনাব প্রদীপ ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী শিল্পী গোষ্ঠী চবি সংসদের সাধারণ সম্পাদক জনাব পার্থ প্রতীম মহাজন।
উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে বসন্তের শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাঙালি আনন্দ ও উৎসব প্রিয় জাতি। বছরের বেশিরভাগ সময়ে বাঙালি বিভিন্ন উৎসব পালন করে থাকে। আবহমানকাল থেকে বাঙালি এ সকল উৎসব অত্যন্ত প্রাণোচ্ছলভাবে পালন করে আসছে। করোনা মহামারীসহ বিভিন্ন কারণে যদিও এ সকল আনন্দ-উৎসব সাম্প্রতিককালে কিছু কম ছিল কিন্তু বর্তমানে এ সকল উৎসব আবারও স্বমহিমায় ফিরে এসেছে।
উদীচী শিল্পী গোষ্ঠীর আজকের বসন্ত উৎসব আয়োজনে ক্যাম্পাসে শিক্ষার্থীসহ সকলের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ উৎসবের মধ্যদিয়ে প্রজন্মের সন্তানেরা বসন্ত উৎসব সম্পর্কে অবহিত হবার সুযোগ পাবে এবং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অধিকতর সুদৃঢ় হবে মর্মে মাননীয় উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, উদীচী অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করে সকল প্রকার অন্ধকার-কুসংস্কারকে পিছনে ফেলে প্রগতি ও সুন্দরের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং ভবিষ্যতেও তাদের কর্মতৎপরতা অব্যাহত থাকবে। মাননীয় উপাচার্য সকলকে এ আয়োজনসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বর্ণিল পোশাকে সংগীত বিভাগ ও উদীচী শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানসহ ক্যাম্পাসে অনুষ্ঠিত অন্যান্য বসন্ত উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
এএজেড
