নজরুল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি ক্লাবের যাত্রা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘সাইবার সিকিউরিটি ক্লাব’ নামে নতুন একটি ক্লাবের যাত্রা শুরু হয়েছে৷
শনিবার (১১ ফেব্রুয়ারি) ক্লাবটি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আগামী এক (১) বছরের জন্য প্রথম কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেসমিন নাহার জুঁই ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউসুফ আব্দুল্লাহ ফাহিম। দুজনই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন অনিন্দিতা আচার্য, মিডিয়া ও পাবলিকেশন সেক্রেটারি হিসেবে ফারহানা মাহবুবা কেয়া, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি হিসেবে সাদিয়া জামান সুপ্তি, সেশন কো-অর্ডিনেটর হিসেবে স্পন্দন রেমা দায়িত্ব পেয়েছেন। এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বিনতে আনসারী শান্তনা ও রাফিয়া নুসরাত মীন।
এ ছাড়াও ক্লাবটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আবু বকর সিদ্দিক, মেহবুব রশিদ রাবু ও মো. হাসিবুর রহমান ইভান।
এসআইএইচ
