শাবিপ্রবির বড় তিন প্রশাসনিক পদে রদবদল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনটি প্রশাসনিক পদে তিন শিক্ষককে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ে উপরেজিস্ট্রার মো. ইউনুস আলী স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
এর মধ্যে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের (এফইএস) অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, নতুন পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং নবনির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ।
তিন পদে নিয়োগের অফিস আদেশে বলা হয়, দায়িত্বপালনের জন্য শিক্ষকরা বিধি মোতাবেক ভাতা ও অন্যান সুযোগ সুবিধা পাবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে বলে অফিস আদেশে বলা হয়।
নতুন প্রক্টর হিসাবে নিয়োগ পাওয়া বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের (এফইএস) অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, এই দায়িত্ব পালনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো।
এএজেড
