ববিতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুঃস্থ ও মানবেতর মানুষদের শীতের প্রকোপ থেকে রক্ষার অঙ্গিকার নিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে গ্রাউন্ডফ্লোরে সামাজিক সংগঠন 'বাঁধন', বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের আয়োজনে মঙ্গলবার বেলা ১২ টায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ববি ট্রেজারার প্রফেসর ড. মু. বদরুজ্জামান ভূঁইঞা।
কার্যক্রমে ববি উপাচার্য প্রফেসর ড. মু. ছাদেকুল আরেফিন 'বাঁধন' -এর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, 'নিঃসন্দেহে অত্যন্ত মানবিক এবং চমৎকার উদ্যোগ। শীতের প্রকোপ থেকে গরীব-দুঃখী মানুষদের রক্ষা করতে যার যার সামর্থ অনুযায়ী সকলকেই এগিয়ে আসতে হবে।'
এছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন ববি প্রক্টর প্রফেসর ড. খোরশেদ আলম, ববি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মো: আরিফ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।
এএজেড
