ববি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ে আরও এগিয়ে নিতে ২০২০ সাল থেকে কাজ শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটি। করোনাকালীন সময়ে স্বল্প পরিসরে অনলাইনভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। তবে করোনা পরবর্তী সময়ে সংগঠনের কাজকে আরও বেগবান করতে এবার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী সদস্য ঘোষণা করল সংগঠনটি।
১৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টামণ্ডলী যুক্ত আছেন সংগঠনটিতে। যেটির মাধ্যমে শিক্ষকরা বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন এবং সংগঠটির কার্যক্রমে সাহায্য করেন। ইতোমধ্যে সংগঠনটি তাদের কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের বার্ষিক সাধারণ সভাশেষে ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয় গত ১৫ ডিসেম্বর। ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে নবনির্বাচিত কমিটির কর্মসূচি শুরু হবে। কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান দর্জিকে সভাপতি, ইংরেজি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এস এম কামরুল ইসলামকে সহ-সভাপতি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তাসনিম হোসেন তানহাকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এ ছাড়াও উক্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মইনুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের মো. উজ্জ্বল খান এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. মোশারফ হোসাইন।
পূর্ণাঙ্গ এ কমিটিকে আরও কার্যকরী করতে ও সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে মোট ৯টি বিভাগের অধীনে কার্যক্রম সম্পাদন করবে সংগঠনটি।
এ ৯ টি বিভাগের সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিভাগে শোয়েব সৈকত, ইংলিশ ডেভেলপমেন্ট বিভাগে মো. শাকিল আহমেদ রাব্বি, স্কলারশিপ অ্যান্ড হায়ার এডুকেশন বিভাগে কাজী তানজিয়া রহমান ইমি, ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগে এস এম শাখাওয়াত শ্রাবণ, আইটি সাপোর্ট বিভাগে মাহমুদুল হাসান মিরাজ, পাবলিক রিলেশন বিভাগে ফাইজা আক্তার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিভাগে শাহরিয়ার কবির শোয়েব এবং এইচআর ও এডমিন বিভাগে নাইমুর রহমান। এ ছাড়া অফিস অ্যান্ড অপারেশন বিভাগে আব্দুল হাসিব মোল্ল্যা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
কমিটির জন্য শুভকামনা জানিয়ে সংগঠনটির উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ বলেন, 'করোনার পর থেকে এই সংগঠনটি তাদের কার্যক্রম খুব সুন্দরভাবে করে যাচ্ছে। যেটা প্রশংসার দাবিদার। আমি শুরু থেকেই এই সংগঠনের সঙ্গে ছিলাম এবং সামনে থাকব। আশা করি এই কমিটির পর থেকে তাদের কাজ আরও বেগবান হবে।'
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নবনিযুক্ত সভাপতি মেহেদী হাসান দর্জি বলেন, 'গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক বরিশাল বিশ্ববিদ্যালয়ে এটিই প্রথম ও স্বতন্ত্র সংগঠন। সংগঠনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে গবেষণার আগ্রহ তৈরি করা এবং উচ্চশিক্ষা বিষয়ক তথ্য ও উপাত্ত দিয়ে সাহায্য করা। আর সেই লক্ষ্যেই এই সংগঠনটি কাজ করে যাচ্ছে।'
এসময় সংগঠনের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।
এসজি
