ঢাবি ও যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস) ও যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রামের আওতাধীন ‘The Community Partnerships to Strengthen Sustainable Development (Compass)’ -এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ কার্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রামের আওতাধীন The Compass Program এর প্রকল্প পরিচালক ড. আবু মোস্তফা কামাল উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় বায়ু দূষণ প্রতিরোধ, কার্বন এবং ধাতুর প্রশমন, পরিবেশ দূষণ প্রতিরোধ, মানব স্বাস্থ্যের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া, শিক্ষার্থীদের কর্মদক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন কনফারেন্স, সেমিনার ও ওয়েবিনার আয়োজন করা হবে।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস্)-এর পরিচালক অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, যুক্তরাষ্ট্রের ফরেস্ট সার্ভিস ইন্টারন্যাশনাল প্রোগ্রামের আওতাধীন The Compass Program- এর ন্যাচরাল রিসোর্স ইকনোমিক্স অ্যানালিস্ট ড. নাঈমা জিহান জিনিয়া এবং কারস্ এর বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএমএ/