'ব্রাজিল টিমের ছত্রছায়ায় চলে আসুন'
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২- এ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ব্রাজিলের সমর্থক শিক্ষার্থীদের মধ্যে জমে উঠেছে আনন্দ-উল্লাস, নানা উদ্দীপনা। ফুটবল বিশ্বকাপকে নিয়ে এমন কৌতুহল ব্রাজিল ও অন্য দলের মধ্যে দেখা যাচ্ছে ক্যম্পাসের বিভিন্ন জায়গায়। তবে সরেজমিনে দেখা যায় ক্যম্পাসের টুকিটাকি, পরিবহন মার্কেট এবং চায়ের দোকানে বরাবরই ব্রাজিল ও আর্জেন্টিনা ও অন্যান্য সমর্থকরা তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ দিয়ে চলেছে।
সোমবার(২৮ নভেম্বর) রাত ১০টায় ব্রাজিল ও সুইজারল্যান্ডের খেলাকে কেন্দ্র করে এই আনন্দ-উল্লাস, উদ্দীপনাকে আরও বাড়িয়ে দিয়েছে। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ব্রাজিল ও সার্বিয়ার খেলায় ২-০ গোলে জয় লাভ করে ব্রাজিল। তবে ব্রাজিল দলের সমর্থকদর দৃঢ় আত্মবিশ্বাস সুইজারল্যান্ডকেও হারিয়ে অপরাজেয় থেকে যাবে।
তেমনি একজন ব্রাজিলের সমর্থক সোহেল আর্মান বলেন, এবারের কাতার বিশ্বকাপে ব্রাজিল দলই জয়ী হবে। ব্রাজিল মানে সেরা একটি টিম। এজন্যই আমরা ৫ বার বিশ্বকাপ জয়ী। কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম খেলা সার্বিয়ার সাথে দেখলেই বোঝা যায়। আজকে সুইজারল্যান্ডকেও হারিয়ে এগিয়ে থাকবো। সুতরাং ব্রাজিল ব্যতিত কেউ অন্য দলের সমর্থন করে বিতর্কিত না হয়ে ব্রাজিল টিমের ছত্রছায়ায় চলে আসুন।
ব্রাজিল ও সুইজারল্যান্ডের খেলা নিয়ে মুজাহিদুল ইসলাম মুহিত বলেন, যদিও আজকে আমাদের ব্রাজিলের স্টার নেইমার নেই। তারপরও আমরা বিশ্বাস রাখি আজকে আমরা খেলায় জয় লাভ করবো। আর জয়ের মাধ্যমে আমরা আমাদের পূর্বের ঐতিহ্য ধরে রাখবো। জয় আমাদেরই হবে।
এএজেড