চুয়েটে ব্র্যাক ব্যাংকের ‘ক্যারিয়ার টক’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ‘শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর’র মাল্টিপারপাস ভবনে ব্র্যাক ব্যাংক লিমিটেড আগামী দিনের প্রকৌশলীদের ব্যাংকিং সেক্টরে ভূমিকা বিষয়ে ‘ক্যারিয়ার টক’ করেছে ।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) শাহীন ইকবাল।
উপস্থাপনা করেছেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের টেকনোলজি বিভাগের কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশন অনুবিভাগের সিনিয়র ম্যানেজার ও প্রকৌশলী পার্থ সারথি বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে চুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন এবং শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মোকাম্মেল হক ও ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজাদ হোসেন অংশগ্রহণ করেছেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র প্রকৌশল সংশ্লিষ্ট বিভাগগুলোর বিপুল পরিমাণ ছাত্র, ছাত্রী ও অধ্যাপকরা এই বিশেষ ক্যারিয়ার টকে অংশগ্রহণ করেন।
ওএফএস/