জাবিতে নিরাপত্তা কর্মকর্তারই নেই নিরাপত্তা!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কর্মচারী আবাসিক কোয়ার্টার থেকে এক নিরাপত্তা কর্মকর্তার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বে থাকা সজল কাজ শেষে কোয়ার্টারের বাসার নিচে মোটর সাইকেল রেখে ভিতরে যান। ৪ টার সময় উনি বাসায় যান। পরে রাত সাড়ে নয়টার সময় দেখতে পান মোটরসাইকেলটি আছে।পরে রাত ১২ টার সময় দেখতে পান মোটরসাইকেলটি নেই।
নিরাপত্তা কর্মচারী সজল বলেন, 'ঘটনার সাথে সাথে আমি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় জানাই। তারপর আশুলিয়া থানায় যোগাযোগ করি। আশুলিয়া থানা পুলিশ অভিযোগ দিতে বলেন।'
অনেক খোঁজাখুঁজি করেও এ-রিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেলের কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানায় আশুলিয়া থানার এসআই হাচিব সিকদার।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই হাচিব সিকদার, 'ঘটনাটা আমরা জানতে পেরেছি, অভিযোগ দায়ের করতে বলেছি, চোর শনাক্ত করতে আমরা আশুলিয়া থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের চুক্তি ভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করে নি।
এএজেড