‘বিশ্ববিদ্যালয়ে জুনিয়র ও সিনিয়র স্কলার জ্ঞানের আদান-প্রদান করেন’
বিশ্ববিদ্যালয় হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে জুনিয়র ও সিনিয়র স্কলাররা জ্ঞানের আদান প্রদান করেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
তিনি বিশ্ববিদ্যালয়কে তারুন্যের আধার উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নতুন নতুন অনুসন্ধান ও উদ্ভাবনের মধ্যে দিয়ে জীবন পরিচালনা করতে হবে।
সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ সেবায় কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বুধবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আর সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিতপপুলেশন সায়েন্সেস বিভাগের ১০ম ও ১১তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ৫ম ও (৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বিশেষ অতিথি এবং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম নূরু-উন নবী সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভাগের সহযোগী অধ্যাপক ড. দেইলান পিয়ারী তারান্নুমদানা স্বাগত বক্তব্য দেন।
এমএমএ/