জাবিতে ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২৯তম ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী আজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক কেন্দ্রের চত্বরে দিনব্যাপী নানা আয়োজনে মুখরিত ছিল অনুষ্ঠান। পুনর্মিলনী অনুষ্ঠানে ২৯তম ব্যাচের সকল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবশেষে ছিল রেফেল ড্র।
সকাল সাড়ে দশটায় পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্বাগত ও শুভেচ্ছা জানান। উপাচার্য আশা প্রকাশ করেন যে, ২৯তম ব্যাচের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিভিন্ন বিষয়ে তাদের স্মৃতি রোমন্থন করবেন। এতে তাদের আনন্দ-উল্লাস আরও উপভোগ্য হয়ে উঠবে।
এসময় উপাচার্য আরো বলেন, এ ব্যাচের অনেক শিক্ষার্থী দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। তারা দেশ এবং বিদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সম্মানের সহিত তুলে ধরছেন। এতে বিশ্ববিদ্যালয় সম্মানিতবোধ করছে। ২৯তম ব্যাচ এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এস এম সাদাত হোসেন।
আয়োজকরা জানান, শুধু আনন্দ উল্লাসে সীমাবদ্ধ থাকে না ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। একি সাথে বিশ্ববিদ্যালয় জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠান সৌহার্দ্য ও সম্প্রীতির পারস্পরিক আড্ডা, স্মৃতি রোমন্থন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্যদিয়ে শেষ হয়।
এএজেড