কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু হচ্ছে ৭ থেকে ১১ নভেম্বর
বাংলাদেশের অন্যতম সরকারী ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়’-এ ২০২১-’২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুদের মেধাতালিকাটি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ‘তালিকায় স্থান লাভ করা প্রথম বর্ষের সব মেধাবী, ছাত্র, ছাত্রীদের আবেদন সম্পন্ন করতে হবে ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১২ নভেম্বর বিকেল ৪টার মধ্যে নিজ, নিজ বিভাগের মাধ্যমে। এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষাগুলোর মূল নম্বরপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। সকল পাবলিক পরীক্ষার সার্টিফিকেটগুলো নিয়ে আসতে হবে।’
আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লেখা একটি এ ফোর আকারের কাগজে সরাসরি এলে জমা দিতে হবে।
৭ নভেম্বর দুপুর ১২ টা হতে ১১ নভেম্বর তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে ৫ হাজার টাকা ভর্তি ফি প্রদান করে ওয়েবসাইটে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে। অনলাইনে টাকা পরিশোধ করতে হবে। ফিরতি ম্যাসেজ লাভ করবে তারা।
ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন ছাত্র, ছাত্রীরা : রেজিস্ট্রার অফিস, অ্যাডমিনিস্টেশন ভবন, দ্বিতীয় তলা, ফোন : (+৮৮) ০২৩৩৪৪১১৩৫, (+৮৮) ০২৩৩৪৪১১৪৫, ইমেইল : registrar@cou.ac.bd
যেকোনো প্রয়োজনে কল করতে পারেন : ০১৫৫৭৩৩০৩৮১, ০১৫৫৭৩৩০৩৮২, ০১৭০৯১৩৩৮৫৬ যেকোনোটিতে সকাল ৯য়টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।
লেখা ও ছবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ওএফএস।