দারুণ উৎসবে বাউয়েটের বনলতা ও বড়াল হলের প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এ নানান আয়োজনে ছাত্রীদের ‘বনলতা’ ও ছাত্রদের আবাসিক ‘বড়াল হল’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উভয় হলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল। অন্যদের মধ্যে ছিলেন-ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি, রেজিস্ট্রার লে. কর্ণেল (অব.) শেখ শামীম হোসেন, প্রক্টর, হল প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, হাউজ টিউটররা এবং আবাসিক ছাত্র, ছাত্রীরা।
২৭ অক্টোবর, বৃহস্পতিবার, বনলতা হলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশাল একটি কেক কাটা হয়েছে। হলের ছাত্রীদের নিয়ে মেহেদী, ফুচকা উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
সামনে রাস্তাগুলোতে বিভিন্ন ধরনের আলপনা আঁকাসহ বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে হল দুটি।
গতকাল ২৮ অক্টোবর, শুক্রবার, বিকেলে বড়াল হলের উদ্যোগে সাইবার নিরাপত্তা সচেতনতার মাস অক্টোবর উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
হলের ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, ফুচকা উৎসব ও দেওয়ালিকা প্রকাশ এবং পুরস্কার বিতরণ করা হয়ছে।
রাতে হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।
ওএফএস।
