বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম শুরু ৭ নভেম্বর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে ৭ নভেম্বর। মেধাতালিকা প্রকাশের মাধ্যমে ভর্তির কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন করেছেন ৩১, ৪৪১ জন। চূড়ন্ত আবেদন জমা পড়েছে ২৯,৩১৬টি। বাকিরা আর্থিক লেনদেন বিষয়টি সম্পন্ন না করায় তাদের আবেদন চূড়ান্ত হিসেবে গৃহীত হয়নি। আবদনের দিক থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অবস্থান চতুর্থ।
এ বছর ববিতে 'ক' ইউনিটে আসন সংখ্যা ৭৫০টি। 'ক' ইউনিটের জন্য আবেদন করেছেন ১৭৩৫০ জন, 'খ' ও 'গ' ইউনিটে যথাক্রমে ৪২১টি ও ৩১৯টি আসনের জন্য আবেদন করেছেন ৯৩৩৮ জন ও ৪৭৫৩ জন।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মোট আসনংখ্যা ১৪৯০টি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক রাহাত হুসাইন ফয়সাল জানান, এ বছর ভর্তির আবেদন জমা পড়েছে ৩১,৪৪১টি। চূড়ান্ত আবেদন ২৯,৩১৬টি। বাকিরা আর্থিক লেনদেন বিষয়টি সম্পন্ন না করায় তাদের আবেদন চূড়ান্ত হিসেবে গৃহীত হয়নি।
এসএন
