সিকৃবি’র ‘বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি গবেষণাগার’ উদ্বোধন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়ো-কেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি বিভাগে একটি অত্যাধুনিক মানের ল্যাবরেটরি বা গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে, লেমিনার এয়ার ফ্লো কেবিনেট, স্পেকট্রোফটোমিটার, পিসিআর অ্যানালাইজার, ইলেকট্রোফরেসিস চেম্বার, ইউভি ট্রানসিলোমিনেটর, বায়োকেমিক্যাল এনালাইজারসহ নানা অত্যাধুনিক যন্ত্রপাতিতে সমৃদ্ধ গবেষণাগারটি।
১ সেপ্টেম্বর সকাল থেকে চালু হয়েছে।
উদ্বোধন করেছেনন আগের ভাইস চ্যান্সেলর ও কৃষি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরিত হওয়া উচ্চ-শিক্ষা এবং গবেষণা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কৃতি কৃষি শিক্ষাবিদ ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
উদ্বোধনের পর ল্যবরেটরিটি ঘুরে দেখেছেন তিনি ও আমন্ত্রিত অতিথিরা।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদে গবেষণাগারটির উদ্বোধনের আলোচনা সভা হয়েছে।
বায়ো-কেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপক রুবাইয়াৎ নাজনীন আখন্দ সঞ্চালনা করেছেন।
প্রধান অতিথির বক্তব্য রেখেছেন প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
বিশেষ অতিথি ছিলেন বায়ো-টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।
অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, “বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা দেশের জন্য অত্যন্ত গর্বের।”
বায়ো-কেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি বিভাগের ল্যাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরো সম্প্রসারণ করার অনুরোধ করেছেন তিনি।
সব অনুষদের ডিন, বায়ো-কেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি বিভাগের সকল অধ্যাপক এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা এবং মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা তখন উপস্থিত ছিলেন।
ওএফএস।