বঙ্গবন্ধু আন্ত: বিশ্ববিদ্যালয়ে সবার আগে গণ বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের ১শ ২৫টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭ হাজার খেলোয়াড়কে নিয়ে চলছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ (বিআইউএসসি) বা বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২’র ৩য় আসর।
এর মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলোর খেলার লড়াই মাঝামাঝি পর্যায় অতিক্রম করে ফেলেছে।
এখন পর্যন্ত ৫ স্বর্ণ, ৭ রূপা ও ১ ব্রোঞ্জ পদক মিলিয়ে ১৩টি পদক জয় করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়। তারা টুর্নামেন্টের শীর্ষস্থান দখলে রেখেছেন।
আজ মঙ্গলবার, ১১ অক্টোবর বিআইউএসসি ওয়েবসাইটের সর্বশেষ ফলাফল প্রদান করা হয়েছে। তাতে ৪৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের প্রথমে রয়েছে গণ বিশ্ববিদ্যালয়।
আয়োজক সংস্থা বিআইউএসসি প্রতিটি গোল্ডের জন্য জন্য ৫ পয়েন্ট, সিলভারের জন্য ৩ ও ব্রোঞ্জের জন্য ১ পয়েন্ট করে দিয়েছেন।
এই বেসরকারী বিশ্ববিদ্যালয় সাঁতারে ২টি, সাইক্লিংয়ে ১টি, কাবাডিতে ১টি, ভলিবলে ১টি স্বর্ণ পদক জয় করেছে।
সাঁতারে ৬টি, কাবাডিতে ১টি রূপা জয় করেছে।
সাঁতারে ১টি ব্রোঞ্জ পেয়েছেন তারা।
ফুটবল, হ্যান্ডবল এবং ভলিবলে তাদের ৪টি দল ফাইনালে অবস্থান করছে।
ফলে তারা পদকের দৌড়ে সেরা।
লেখা ও ছবি : তানভীর আহমেদ।
