রাবি’র কলা অনুষদের ১২ বিভাগের ‘প্রথম ১৬ জন’কে ‘ডিনস অ্যাওয়ার্ড’
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বাংলাদেশের অন্যতম প্রধান ও সেরা বিশ্ববিদ্যালয় রাজশাহীর কলা অনুষদের মোট ১২টি বিভাগের বিএ অনার্স ও বিপিএ অনার্স পরীক্ষায় সেরা ফলাফলধারীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
২০২০ সালের অনার্সের ফলাফলের ভিত্তিতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকারী ১৬ জন ছাত্র, ছাত্রীর প্রত্যেককে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্রেস্ট, ডিনস বা অনুষদীয় সার্টিফিকেট এবং নগদ ৫ হাজার টাকা দেওয়া হয়েছে।
ডিনস অ্যাওয়াড পাওয়া ছেলে, মেয়েরা হলেন-ইংরেজির ঈশান শাহরিয়ার (ইংরেজি), বাংলার সেতু খাতুন, ইতিহাসের আদিলা আক্তার নিপা, দর্শনের উর্মি সারোয়ার ও সাদিয়া আফরোজ রুশী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির নূর হোসেন, তামজিদা সুলতানা ও আহসান উল্লাহ, ইসলামিক স্টাডিজের আবু রাসেল সিদ্দিকী ও শেখ ছাইফুল্লাহ জিহাদী, আরবীর আবু ইউসুফ আলী, উর্দুর সুরাইয়া পারভীন, ফার্সি ভাষা ও সাহিত্যের সোহাগী খাতুন, সংস্কৃতির এলিনা আক্তার লুসি, সঙ্গীতের রিফাহ্ নানজীবা প্রমা এবং নাট্যকলার প্রিয়াংকা সেন মৌ।
ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেরা শিক্ষাথীদের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এম. ফজলুল হক, আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার ছাড়াও প্রতিটি বিভাগের সভাপতি এবং অধ্যাপকরা সবাই।
অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘তোমাদের অসাধারণ ফলাফলের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষাজীবনের এই অনন্য অর্জন আগামী দিনে প্রত্যেকের পাথেয় হবে। বাংলাদেশ ও বিশ্বের কল্যাণ বয়ে আনবে। আগামীতে শিক্ষিত জাতি এবং বিশ্ব গড়ে তুলবে। আমরা সবাই তোমাদের উন্নতি কামনা করি।’
তাদের প্রত্যেককে ফুল দিয়ে বরণ করেছেন শিক্ষকরা সবাই।
ওএফএস।