চাঁপাইয়ের শিবগঞ্জ উপজেলা কমিটি রাবিতে
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভাগের প্রধান ও বাংলাদেশের অন্যতম সেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র, ছাত্রীদের নতুন কমিটি হয়েছে।
সমিতির সভাপতি হয়েছেন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্টের মাস্টার্সের শাকিল আহমেদ।
গণিতের অনার্স ফাইনাল ইয়ারের মাফিজার রহমান সাধারণ সম্পাদক।
বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের গ্যালারি রুমে তাদের সাধারণ সভা ও বিদায় অনুষ্ঠান হয়েছে।
আগামী এক বছরের জন্য এ কমিটিকে অনুমোদন করেছেন চাঁপাইনবাবগঞ্জের অধ্যাপকরা।
নতুন কমিটির অন্যরা হলেন-পরিকল্পনা সম্পাদক রেজোয়ান, দপ্তর তোফায়েল, মিডিয়া আল-আমিন আলাল, শিক্ষা ও ক্রীড়া মেসবাহুল হক এবং অর্থ সম্পাদক এম. এ. সালাম।
সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মশিউর রহমান পুরো আয়োজন উপস্থাপনা করেছেন।
সভাপতি ছিলেন তার কমিটির সভাপতি আরিফ বিল্লাহ।
প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন স্পোর্টস সায়েন্স বিভাগের ড. হাবিবা হায়দার লিচু।
আলোচনায় তারা সবাই শিবগঞ্জ উপজেলাকেও শিক্ষা এবং সার্বিক বিষয়ে এগিয়ে নিতে নানা পরামর্শ দিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সাইফুল ইসলাম বলেন, ‘তোমরা বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি হয়েছো। দেশের প্রতি ও আমাদের উপজেলার প্রতি দায়িত্ব বেড়ে গিয়েছে। কীভাবে তোমাদের এলাকার ছোট ভাই, বোনদের উচ্চশিক্ষা এবং অন্যান্য বিষয়ে এগিয়ে নেবে, সেই দায়িত্বও নিতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তুলে এলাকা ও দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।’
আরো ছিলেন বিদায়ী কমিটির দপ্তর সম্পাদক রজিফা আক্তার, প্ল্যানিং সম্পাদক নূর আমিনসহ অনেকে।
আয়োজনের শেষে নাচ, গান আবৃত্তি, গম্ভীরা, আলকাপ ইত্যাদি আয়োজনে মেতে ওঠেন সবাই।
বিদায়ী কমিটির সবাইকে ক্রেস্ট প্রদান করা হয়েছে।
ওএফএস।