পিডিএফের জন্য লড়ল শহীদ শামসুজ্জোহা ও হবিবুর রহমান হল
‘ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( পিডিএফ) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা’ 'বঙ্গবন্ধু ফিজিক্যালি-চ্যালেঞ্জড ক্রিকেট ম্যাচ-২০২২’র আয়োজন করেছে। তবে এই খেলাটি হয়েছে প্রতিবন্ধীতায় আক্রান্ত ছেলে, মেয়েদের উৎসাহিত ও তাদের পাশে দাঁড়ানোর সহযোগিতা বাড়াতে। অংশগ্রহণ করেছেন স্বক্ষম শহীদ হবিবুর রহমান ও শহীদ শামসুজ্জোহা হলের ছাত্ররা।
চ্যাম্পিয়ন হয়েছে হবিবুর রহমান দল।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রিংকু ইসলাম।
‘সাবাশ বাংলাদেশ’ মাঠে প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক ম্যাচটির উদ্বোধন করেছেন ও প্রধান অতিথি হিসেবে খেলা দেখেছেন। আরো ছিলেন বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর, পিডিএফ উপদেষ্টা ও সমাজকমের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস।
দর্শকরা পূর্ণ উত্তেজনায় পুরো ম্যাচ উপভোগ ও খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন।
ম্যাচ শেষে তারা চ্যাম্পিয়ন ও রানার-আপ ও সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করেন।
এই স্মরণীয় ক্রিকেট ম্যাচটি হয়েছে ১০ সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১টায়।
পিডিএফের সভাপতি জামাল উদ্দিন বলেছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধীতায় আক্রান্ত ছাত্র ও ছাত্রীদের অন্তর্ভুক্তিতে সচেতনতা বৃদ্ধি এবং ক্রীড়া কার্যক্রম ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে তাদের সম্পৃক্ত করতে অন্যদের নিয়ে এই আয়োজন করা হয়েছে।’
প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়তে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিডিএফ প্রতিষ্ঠিত হয়েছে।
২০১০ সালে বাংলাদেশের অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয় রাজশাহীতে প্রতিষ্ঠা লাভ করেছে।
প্রতিষ্ঠার পর থেকে তারা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় ও প্রধান কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধীতায় আক্রান্তদের অন্তর্ভুক্তির বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে চলেছেন। নিয়মিত শ্রুতলেখক প্রদান তাদের অনন্য উদ্যোগ।
অন্যান্য কার্যক্রমের মধ্যে ক্রীড়া ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে প্রতিবন্ধীতায় আক্রান্তদের সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন করেন।
লেখা ও ছবি : আসাদুল্লাহ গালিব।