বাউয়েটের তিন ছাত্রী পেলেন ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান’
‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)’র ব্যবসায় প্রশাসন বিভাগের ৬ষ্ঠ ব্যাচের ছাত্রী সাদিকা তাবাসসুম, ৮ম ব্যাচের ফারনিবা ফাইরোজ এথিনা ও একই ব্যাচের সিএসই বিভাগের সুমাইয়া হাবিব ‘জিম স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান’ লাভ করেছেন।
গতকাল বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর আইসিটি ডিভিশনের ‘ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ একাডেমি (আইডিইএ)’ প্রকল্পের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠান-২০২২’।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।
তাদের অন্যতম হিসেবে সাদিকা, এথিনা ও সুমাইয়া মোট ১ লাখ ৫০ হাজার টাকা পেয়েছেন।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সভাপতিত্ব করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
আরো অতিথি ছিলেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন. এম. জিয়াউল আলম, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার, উইমেন অ্যান্ড ই-কমার্সের (উই) প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার।
বাউয়েটের ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান পাওয়ার জন্য তার বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।
ওএফএস।