‘ফরাসউদ্দিন ভবন’ চালু করল ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি
বাংলাদেশের অন্যতম প্রধান ও সেরা বেসরকারি ‘ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটি প্রতিষ্ঠাতা উপাচার্য ও বতমানে প্রধান উপদেষ্টা-প্রখ্যাত আমলা, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মো. ফরাসউদ্দিনের নামে অ্যাকাডেমিক ভবন তৈরি করেছে। এই নতুন ভবনে ছাত্র, ছাত্রীরা ক্লাস এবং গবেষণা করবেন বলে জানিয়েছে জনসংযোগ ও প্রকাশনা বিভাগ।
তার নামে চালু হওয়া ভবনের নাম হলো, ‘ফরাসউদ্দিন ভবন’।
আজ ২৯ সেপ্টেম্বর ঢাকার আফতাবনগরে, হাতির ঝিলের উল্টোদিকে, জহিরুল ইসলাম সিটির প্রবেশপথে ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির স্থায়ী ক্যাম্পাসে তাদের মোটে কয়েকটি ভবনের অন্যতম হিসেবে ফরাসউদ্দিন ভবন চালু হয়েছে।
এই ভবনের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পপতি ও শিক্ষানুরাগী এপেক্স ফুটওয়্যার লিমিটেড এবং গ্রে অ্যাডভারটাইজিংয়ের মালিক, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেস্টা সৈয়দ মঞ্জুর এলাহী। তিনি এই ভবন করতে পারায় অত্যন্ত খুশি হয়েছেন ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
অধ্যাপক ড. মো. ফরাসউদ্দিন জীবদ্দশায় ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটিতে তার নামে অ্যাকাডেমিক ভবনের নাম রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও তিনি ছাত্র, ছাত্রী, গবেষক, অধ্যাপক, কর্মকতা এবং কর্মচারীসহ এই বিশ্ববিদ্যালয়ের সকলের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে দোয়া করেছেন।
ফরাসউদ্দিন ভবনটি মোট ১০ তলা-বলে জানিয়েছেন ইউনির্ভাসিটির জনসংযোগ বিভাগের প্রধান এস.এম. মহিউদ্দিন।
তিনি আরো জানিয়েছেন, ‘নতুন ভবনের ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধ্যাপকদের শিক্ষা এবং গবেষণাগত জ্ঞান আহরণ করা সহজ হবে।’
ভবনটি উদ্বোধন করার মাধ্যমে এবারের শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেছেন তারা।
ক্যাম্পাসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে প্রায় ১৪শ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে বলে উল্লেখ করেছেন তারা।
অনুষ্ঠানে বরণ করে নেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে জানানো হয়েছে।
শিক্ষা কার্যক্রমের অধ্যাপক ও প্রধান কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
নবীন-বরণে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শহিদুল হাসান।
অনুষ্ঠানের সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউল হক মামুন।
আরো বক্তব্য দিয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির তিনটি অনুষদের ডিন।
তারা সবাই ছাত্র, ছাত্রীদেরকে অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের মতো বিশ্ববিদ্যালয় জীবন থেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার প্রস্তুতি নেবার পরামর্শ দিয়েছেন।
ওএফএস।