যৌন হয়রানির অভিযোগে শাবিপ্রবির ৭ ছাত্র বহিষ্কার
যৌন হয়রানির অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২২৬তম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিন্ডিকেট সদস্য অধ্যাপক মুনিরা জামান জানিয়েছেন।
সভা সূত্রে জানা যায়, লোকপ্রশাসন বিভাগের ২০১৬২৩৭০৩৩ নিবন্ধনধারী সুমন দাসকে এক বছরের জন্য, মেকানিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯৩৩৯০২৬ নম্বর নিবন্ধনধারী সৈয়দ মুস্তাকিম সাকিবকে এক বছরের জন্য, এফইএস বিভাগের ২০১৬৬৩১০০৯ নিবন্ধনধারী মো. আরিফুল ইসলামকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ২০১৬৬৩১০৩৫ নম্বর নিবন্ধনধারী মো. জায়েদ ইকবাল তানিমকে দুই বছরের জন্য, ০১৬৬৩১০৪৬ নস্বর নিবন্ধনধারী মো. ইমাম হোসেন ইমরানকে এক বছরের জন্য, ২০১৬৬৩১০৩১ নম্বর নিবন্ধনধারী মো. রিফাত হোসেনকে এক বছরের জন্য এবং ২০১৬৬৩১০৫৩ নম্বর নিবন্ধনধারী মো. বিশাল আলীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশে বলা হয়, তারা বহিষ্কার থাকাকালীন তাদের আবাসিক হলের সিট বাতিল থাকবে এবং তাদের জন্য ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ থাকবে। কমিটির সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
এসএন