চুয়েটে পাঁচ তলা ছাত্রী হল, আন্তর্জাতিক ডরমেটরি হচ্ছে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)’র অবকাঠামোগত উন্নয়ন ঘটছে।
এই প্রকল্পের নাম হলো ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প’।
প্রকল্পের অধীনে চারটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন সম্পন্ন হয়েছে।
আজ ২৮শে সেপ্টেম্বর (বুধবার) সকাল সাড়ে ১০ টায় ভিত্তিপ্রস্থরগুলো স্থাপন করে উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
উন্নয়ন কাজগুলো হচ্ছে- প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে ৫শ ২৫ আসনের ৫ তলা একটি ছাত্রী হল, প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ১শ ১০ আসনের ৫তলা মাস্টাস ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি ডরমিটরি, প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে দোতলা ভিতের আবাসিক এলাকায় মসজিদ ও ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২তলা উপ-উপাচার্য বাসভবন নির্মাণ।
নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য দোয়া ও মোনাজাত হয়েছে। পরিচালনা করেছেন চুয়েট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ।
ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, পরিকল্পনা ও উন্নয়ন (পিঅ্যান্ডডি) দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, পরিচালক, সেন্টারগুলোর চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের অধ্যাপক, অফিস প্রধান, শাখা প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।
ওএফএস।