চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক রেদওয়ানকে মারায় তিন অধ্যাপকের কমিটি
লেখা ও ছবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত একজন ছাত্র সাংবাদিককে মারধরের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ ২৭ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস.এম. মনিরুল হাসান স্বাক্ষরিত একটি বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তারা জানিয়েছেন, মারধরের শিকার ছাত্রটি দৈনিক নয়া শতাব্দী ও ঢাকা মেইলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। তার নাম রেদওয়ান আহমেদ। তিনি আরবি বিভাগে পড়েন।
তিনি তার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ নেতা বিজয়ের জন্মদিনের অনুষ্ঠানে যাননি বলে তাকে দলে, বলে মেরেছেন তারা।
এই ঘটনার বিপক্ষে করা আজকের তদন্ত কমিটিতে আহ্বায়ক-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. ইকবাল আহমেদ। সদস্য সচিব-সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব। সদস্য- সহকারী প্রক্টর ও পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস.এম. মনিরুল হাসান ঢাকাপ্রকাশকে বলেছেন, ‘আমাদের ছাত্র, সাংবাদিক রেদওয়ান আহমেদকে শারীরিক হেনস্তার ঘটনায় এই তিনজন শিক্ষককে নিয়ে আমাদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সে ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, গতকাল সোমবার, ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় স্যার এ.এফ. রহমান হলের ২১২ নম্বর কক্ষে রেদওয়ান আহমেদকে মারধর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়ের দুই কর্মী । তারা হলেন, লোকপ্রশাসনের ২০১৮-’১৯ শিক্ষাবর্ষের আরশিল আজিম নিলয় ও নৃ-বিজ্ঞানের পরের সেশনের ছাত্র শোয়েব আতিক।
ওএফএস।