ঢাবিতে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা, আহত ২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ হামলায় ছাত্রদলের ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনে এই হামলার ঘটনা ঘঠেছে।
হামলায় স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুনকে নেতৃত্ব দিতে দেখা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পর পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। উপাচার্য তাদের বিকাল সাড়ে ৪টার দিকে দেখা করার সময় দিয়েছিলেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, ৪টা ২০ মিনিটে ছাত্রদলের ২০-২৫ জন নেতা-কর্মী নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা স্যার এ এফ রহমান হলের সামনে আসলেই ছাত্রলীগের নেতা-কর্মীরা হল থেকে লাঠিসোটা নিয়ে ‘ধর ধর’ বলে তাদের দিকে তেড়ে যান।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে যান। পরে রিয়াজ এবং মুনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করে।
কেএম/এমএমএ/