ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যার হুমকি!
হঠাৎ আবারও ছাত্রলীগের কোন্দলে উত্তপ্ত ইডেন মহিলা কলেজ। সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে কথা বলায় ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানার তোপের মুখে পড়েছেন সংগঠনটির কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। রিভা ও রাজিয়ার বিরুদ্ধে তাকে হল থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করে জান্নাতুল ফেরদৌস বলেন, আমাকে নির্যাতন করা হয়েছে এবং আপত্তিকর অবস্থায় ছবি তোলা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকিও দিয়েছেন।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার পর ইডেন কলেজে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১১টার পর সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সঙ্গে সহ-সভাপতিসহ আরেকটি গ্রুপের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে চলে যায়।
এ বিষয়ে দিবাগত রাত দেড়টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্যাতনের শিকার সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস।
তিনি বলেন, সিট বাণিজ্য নিয়ে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বারা তিনি নির্যাতনের শিকার হয়েছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদকের এ ধরনের নির্যাতন ক্যাম্পাসের নিত্যদিনের ঘটনা বলে অভিযোগ করে আরেক সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সভাপতি ও সাধারণ সম্পাদক একচ্ছত্রভাবে ক্যাম্পাসে অন্যায়-অপরাধ করে বেড়াচ্ছেন। এ ব্যাপারে কলেজ প্রশাসনও নীরব।
এ বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের হল সুপার নাজমুন নাহার বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
তবে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানাকে একাধিকবার ফোন দেওয়া হলেও তারা রিসিভ করেননি।
কেএম/এএস