রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিজ্ঞান মেলা চলছে, কাল সমাপ্তি
লেখা ও ছবি : আসিফ আহমেদ দিগন্ত ও আসাদুল্লাহ গালিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় ‘আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্তা-২০২২’ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি)তে ‘রাজশাহী ইউনির্ভাসিটি সায়েন্স ক্লাব (আরইউএসসি)'র আয়োজনে এই সারা দেশের বিজ্ঞানমেলার মূল সহযোগী ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়’ এবং ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর’।
সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তার বিশ্ববিদ্যালয়ের আরও দুজন উপাচার্যকে নিয়ে মেলার উদ্বোধন করেছেন।
তারা হলেন-মার্কেটিং বিভাগের সাবেক অধ্যাপক ও নামকরা লেখক এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. শাহ আজম শান্তনু, সমাজকর্ম বিভাগের সাবেক অধ্যাপক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ছাত্রবান্ধব শিক্ষক অধ্যাপক ড. এম. ছাদেকুল আরেফিন মাতিন।
আরইউএসসির এবারের জাতীয় বিজ্ঞান মেলায় আরো অতিথি ছিলেন তাদের অ্যাকাডেমিক উপ-উপাচার্য এবং ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম. সুলতান-উল-ইসলাম।
আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান ও আরইউএসসি'র প্রতিষ্ঠাতা সভাপতি জহুরুল ইসলাম মুন।
ক্লাবের আজীবন সদস্য, স্থায়ী কমিটির সব সদস্য, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা আছেন।
তাদের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহুরুল ইসলাম মুন।
প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিজ্ঞানের অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) প্রতিষ্ঠার পর থেকেই বিজ্ঞানের বিকাশ ও জনপ্রিয় করতে কাজ করে চলেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখুক-এজন্য আমরা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করে চলেছি। আর বর্তমান যুগে তো বিজ্ঞানের কোনো বিকল্প নেই। সারা বাংলাদেশের বিজ্ঞানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী করে তুলতেও (আরইউএসসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ছাদেকুল আরেফিন মাতিন বলেছেন, ‘বিজ্ঞানে যত এগিয়ে যাবে, ততই আমাদের দেশ এগিয়ে যাবে। ফলে সারা বাংলাদেশেই বিজ্ঞান চর্চা বিকশিত করতে হবে। তাহলে আমরা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারব।’
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. শাহ আজম শান্তনু বলেছেন, “বিজ্ঞান আমাদের চতুর্থ শিল্প দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমাদের রাজশাহী ইউনির্ভাসিটি সায়েন্স ক্লাব ((আরইউএসসি)’র এই আয়োজন তো অনন্য।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেছেন, ‘আমাদের তরুণ বিজ্ঞানকর্মীদের এই আয়োজনকে আমরা স্বাগত জানাই। বিজ্ঞানচর্চার মাধ্যমে তারা দেশকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে।’
উদ্বোধন শেষে তারা সায়েন্স শো পরিদর্শন করেন।
বিজ্ঞান মেলা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার তার বিশ্ববিদ্যালয় ও আশপাশের সাংবাদিকদের বলেছেন, ‘বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলে-মেয়েরা অনেকেই বিজ্ঞানচর্চা বিমুখ হয়ে গেছে। তবে আমরা যদি এগিয়ে যেতে চাই ও আধুনিক, উন্নত, সমাজ বিনির্মাণ করতে চাই, তাহলে বিজ্ঞানের কোনো বিকল্প তো নেই। সে আঙ্গিকে আজকে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান অনুভবকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। এভাবেই একটি বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তুলতে পারব।’
‘আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্তা-২০২২'র সভাপতি আরইউএসসি’র সভাপতি আবিদ হাসান। তিনি জানিয়েছেন, তারা ষষ্ঠ বারের মতো এই বিজ্ঞান উৎসবের আয়োজন করেছেন।
উল্লেখ্য, রাজশাহী ইউনিভাসিটি সায়েন্স ক্লাব (আরইউএসসি) ২০১৫ সালে চালু হয়েছে। পরের বছরই প্রথম জাতীয় বিজ্ঞান মেলার আয়োজন করেছেন। অত্যন্ত জনপ্রিয় ও সফল হয়েছে তাদের মেলাটি। সেই থেকে বিজ্ঞান উৎসবটি এখন পর্যন্ত সফলতার সঙ্গে আয়োজন করে চলেছেন নানা বাধা পেরিয়ে।
আরইউএসসি’র সভাপতি আবিদ হাসান আরো জানিয়েছেন, ‘প্রতিবার কয়েক হাজার শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমী অংশ নেন আমাদের জনপ্রিয় মেলায়।’
রাজশাহী ইউনিভাসিটি সায়েন্স ক্লাব (আরইউএসসি)’র সদস্যরা জানিয়েছেন, আজ প্রথম দিনের আয়োজন হলো-উদ্বোধনী পর্ব, সায়েন্স অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন ও ওয়াল ম্যাগাজিন প্রেজেন্টেশন।
আগামীকাল শেষ দিনের আয়োজন- প্রজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন, ওয়াল ম্যাগাজিন প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্পিচ কম্পিটিশন, রুবিকস কিউব, পেইন্টিং কম্পিটিশন এবং থ্রি মিনিট থিসিস প্রেজেন্টেশন। সব বিভাগেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন।
দুই দিনের এই মোট ১০টি ইভেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিভাগ ও বাইরের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ২ হাজার ছাত্র, ছাত্রী অংশগ্রহণ করছেন।
এবারের প্রজেক্ট শোকেস অংশে লড়ছে মোট ১৭টি দল। প্রদর্শনী হচ্ছে বিজ্ঞানীদের নব উদ্ভাবিত সৃষ্টিগুলো।
অনেকের সঙ্গে অভিভাবক, বিদ্যালয়-কলেজের বিজ্ঞান শিক্ষকরা আসছেন। তাদের অনেকের থাকা-খাওয়ার ব্যবস্থাও বিশ্ববিদ্যালয়ের তরফে আরইউএসসির সাহায্যে করা হচ্ছে।
আজ ও আগামীকালের মেলা শেষে সব বিজ্ঞানপ্রেমীর জন্য ফ্রি সিক্স ডি, নাইন ডি-মুভি প্রদর্শনী হচ্ছে।
‘আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্তা-২০২২’য় আর্থিক সহযোগিতা করছে-ঢাকার ইএমকে সেন্টার, গানের সহযোগী ব্যান্ডদল ‘চিরকুট’, বুকলেট সহযোগী -ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। প্রচার সহযোগী যমুনা টিভি। প্রকাশনা সহযোগী বিজ্ঞান চিন্তা।
আগামীকাল রোববার, ২৫ সেপ্টেম্বর, বিকাল ৩টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি)তে তাদের সমাপনী অনুষ্ঠান শুরু হবে।
ছবি : ১. শিক্ষকদের নিয়ে বিজ্ঞানকর্মী ছাত্র, ছাত্রীদের বানানো ‘ড্রোন’ দেখছেন মুগ্ধ হয়ে তারা সবাই একটি স্টলে।
২. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন উপাচার্য- বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন ও সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তনু ছাত্র, ছাত্রী, অধ্যাপক ও বিজ্ঞানকর্মীদের নিয়ে জাতীয় বিজ্ঞান মেলা-২০২২ উদ্বোধন করলেন আজ।
ওএফএস।