ধর্ম অবমাননার অভিযোগে বেরোবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী সুজন পাল (২২) এর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ বাদী হয়ে তাজহাট মেট্রোপলিটন থানায় তার বিরুদ্ধে মামলা করে।
এর আগে শনিবার ভোরে দিনাজপুরের পীরগঞ্জ উপজেলার বড় পালপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। সুজন পাল বড় পালপাড়া এলাকার চমৎকার পালের ছেলে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছিল। পুলিশ তাকে আটক করেছে। আমরা চাই না কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত হোক, শিক্ষার পরিবেশ নষ্ট হোক। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার কারও নেই।
এই সংবাদ বিজ্ঞপ্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাজ্জাদ হোসেন বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র সুজন পাল গত ২২ সেপ্টেম্বর রাত ১টার দিকে তার 'Sujon Paul' নামক ফেসবুক আইডি থেকে 'Sejuti Mumu' নামীয় ফেসবুক আইডি থেকে ধর্ম সংক্রান্ত করা এক পোস্টের কমেন্ট বক্সে ইসলামকে একটি জঙ্গিবাদী ধর্ম আখ্যায়িত করে বিভিন্ন কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করে। যার একটি স্ক্রিনশট ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। এর প্রতিক্রিয়ায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, বিষয়টি নজরে আসলে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও তাজহাট থানা পুলিশ অভিযুক্ত সুজন পালের অবস্থান শনাক্ত করে এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে শনিবার ভোর ৫টার দিকে দিনাজপুরের বীরগঞ্জের বড় পালপাড়ায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। দুপুরে তার বিরুদ্ধে তাজহাট মেট্রোপলিটন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এসজি