বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৪শ বিতার্কিককে প্রশিক্ষণ
লেখা ও ছবি : বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
'কীর্তনখোলার বাঁকে তারুণ্যের জয়োৎসব' শ্লোগানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিতর্ক ও উপস্থাপনার একটি বিশেষ এবং বিরাট কর্মশালা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলরুমে আজ সকাল ১০টায় কর্মশালাটি শুরু হয়েছে। অংশগ্রহণ করেছেন বরিশালের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪শ ৫০ জন ছাত্র, ছাত্রী।
বাংলাদেশের অন্যতম কৃতি তরুণ বিতার্কিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন উত্তম রায় কমশালার প্রধান প্রশিক্ষক, সভাপতি ও উপস্থাপক ছিলেন।
প্রথম আলো বন্ধুসভার আয়োজনে কর্মশালাটি হয়েছে। তিনি প্রথম আলো ‘বন্ধুসভা’র কেন্দ্রীয় কমিটিরও সভাপতি।
কর্মশালা উদ্বোধন করেছেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন মো: শাহজাহান খান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)।
অধ্যাপক ড. মো: খোরশেদ আলম বলেন, ‘উপস্থাপনা শুধুমাত্র মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনার জন্য নয়, বাস্তব জীবনে যেকোনো বিষয়ে সুন্দরভাবে কথা বলার জন্যও উপস্থাপনা শিখতে হয়। আর বিতর্ক যে কোনো বিষয়ে ইতিবাচক ও নেতিবাচক উভয় দিক বিবেচনার মধ্য দিয়ে যুক্তিযুক্ত সঠিক সিদ্ধান্ত নিয়ে সহায়তা করে। তাই প্রতিটি মানুষের উচিত বিতর্ক ও উপস্থাপনা সম্পর্কে জ্ঞান অর্জন।’
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন-টেলিভিশন উপস্থাপিকা ও তার্কিক মৌসুমী মৌ, তার্কিক মো: সাইফুল ইসলাম খান, টেলিভিশন উপস্থাপিকা ও তার্কিক ফাল্গুনী মজুমদার, তার্কিক হৃদিতা তাহসিন অদিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তার্কিক মহসিনা হোসাইন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘বিউডিএস’র সভাপতি অধ্যাপক তানভীর কায়ছার।
বিতর্ক ও উপস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কৌশল শিখিয়েছেন নামকরা এই তার্কিকরা।
ওএফএস।