গণ বিশ্ববিদ্যালয়ে গাছ লাগালো গবিসাস
লেখা ও ছবি : গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
সাভারের গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
দেশীয় প্রজাতির লিচু, জাম, জাম্বুরা, কদবেল, আমলকি, দেবদারু মোট ৬টি অমূল্য প্রজাতির বৃক্ষগুলো রোপণ করেছেন তারা।
এই গাছ লাগানোর বিশেষ কর্মসূচির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশের অন্যতম কার্যকর বিশ্ববিদ্যালয়ভিত্তিক সাংবাদিক সমিতি গবিসাসের সভাপতি অনিক আহমেদ, সহ-সভাপতি মো. রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো. আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ধীরা ঢালী। কমিটির সব সদস্য, শিক্ষানবিশ ও আবেদনকারীরা বৃক্ষরোপণে অংশ নিয়েছেন।
তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয় চত্বরে গাছ রোপন করে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেছেন, ‘বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজন তুলনায় অনেক কম। অথচ, বনভূমি ও গাছপালা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের গবিসাসের এই উদ্যোগ, অন্য সব উদ্যোগের মতো খুব ভালো ও যুগোপযোগী। এমন কর্মসূচির জন্য তাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।’
গবিসাসের সভাপতি অনিক আহমেদ বলেছেন, ‘বৃক্ষ আছে বলেই পৃথিবী বেঁচে আছে। কিন্তু, দুঃখের বিষয় গাছের গুরুত্ব আমরা অনেকেই বুঝি না। বৃক্ষ যে শুধু এ পৃথিবীর জন্য অপরিহার্য তা নয়, প্রশান্তি ও আড্ডা, বেড়ানোর একটি ভালো জায়গা। এই উপলব্ধি থেকে এমন উদ্যোগ গ্রহণ। আমি সবার কাছে আহ্বান করি, এমন সুন্দর উদ্যোগ যেন সবাই গ্রহণ করেন।’
ওএফএস।