সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য পাবিপ্রবি’র শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এম. পি. র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)’র প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
শোক প্রকাশ করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. মোস্তফা কামাল খান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে. এম. সালাহ উদ্দীন।
এক শোক বার্তায় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ‘মুক্তিযুদ্ধের সংগঠক, দেশপ্রেমিক ও আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি ছিলেন সততা ও নিষ্ঠার মূর্ত প্রতীক। তিনি অত্যন্ত পরিশ্রমী ও দৃঢ় মনোবলসম্পন্ন রাজনীতিবিদ ছিলেন।’
উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন বলেছেন, ‘তার মৃত্যুতে দেশ একজন গুণীজনকে হারাল।’
তারা সবাই সৈয়দা সাজেদা চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।
ওএফএস।
