আমাদের নারীরা বিশ্বকেই জয় করবেন : অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার

লেখা ও ছবি সংগ্রহ : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
স্বাগতিক শক্তিশালী নেপাল নারী ফুটবল দলকে ফাইনালে হারিয়েছে বাংলাদেশ। ৩-১ গোলে জিতে সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন আমাদের মেয়েরা।
সাফের সেরা বাংলাদেশ নারী ফুটবল দলের ঐতিহাসিক ও অনন্য শিরোপা জয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রদান করেছেন দেশের অন্যতম সেরা রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য ও খ্যাতনামা শিক্ষাবিদ অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
বাংলাদেশ নারী ফুটবল টিমের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন কৃতি অধ্যাপক।
বুধবার রাতে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাত্তার তার শুভেচ্ছা বার্তায় বলেছেন, ‘বাংলাদেশের নারীরা প্রতিটি ক্ষেত্রেই তাদের সফলতার স্মারক রেখে চলছেন। আমাদের দেশ নারীর ক্ষমতায়নে যে অভূতপূর্ব সফলতা অর্জন করেছে, তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকলো আজকে নারীদের সাফের শিরোপা অর্জন।’
ড. গোলাম সাব্বির সাত্তার আরো বলেছেন, ‘আমি আশা রাখব, বাংলাদেশ নারী ফুটবল দল তাদের সফলতা ধরে রাখবেন। ভবিষ্যতে শুধু সাফ চ্যাম্পিয়নশিপই নয়, তারা বিশ্বকেই জয় করবেন।’
ওএফএস/
