রাবি’তে ভর্তি হয়েও ক্লাস করার সুযোগ হলো না রাশেদের
লেখা ও ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)’ র এই ২০২১-‘২২ শিক্ষাবর্ষের `এ' ইউনিটে ২৬তম হয়ে আইন বিভাগে ভর্তি হয়েছেন রাশেদ । তবে ভর্তি হলেও ক্লাস করার সুযোগ হলো না অত্যন্ত মেধাবী এই ছাত্রের।
গতকাল মঙ্গলবার ২০ সেপ্টেম্বর দুপুর দুইটার দিকে হার্ট অ্যাটাকে নিভে গিয়েছে খুব ভালো বিভাগের অসাধারণ প্রতিভাবান নবীন ছাত্রটির জীবন প্রদীপ।
লক্ষ্মীপুর জেলার বালুরচর সিনিয়র আলিম মাদ্রাসা থেকে আলিম ও লক্ষীপুর সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে প্রাচ্যের কেম্ব্রিজের নামকরা আইন বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি।
তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনস গ্রামে।
তার বাবা মৃত রুহুল আমিন। এতিমের মা মুর্শিদা বেগম।
এখন মাকে একা রেখে তার নীলমণি চলে গেলেন।
অত্যন্ত মেধাবী ছাত্রের মৃত্যুর খবরে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
লক্ষ্মীপুর সদর থেকে রেশন নিয়ে বাড়ি আসার পথে তার বুকে ব্যথা শুরু হয়েছিল । হঠাৎ শ্বাস- প্রশ্বাস বন্ধ হয়েছে।
বাসায় ডাক্তার নিয়ে এলে একপর্যায়ে তিনি তাকে আর বাঁচাতে পারেননি।
প্রতিবেশী মাহাবুবুল ইসলাম বলেন, ‘রাশেদ অত্যন্ত নম্র ও ভদ্র ছেলে ছিল । সে অত্যন্ত মেধাবী। তার অকাল মৃত্যু সত্যি আমাদের জন্য খুব দুঃখের। আমরা কেউ মানতেই পারছি না, আমাদের মাঝে রাশেদ আর নেই।’
ওএফএস/