নামী আবৃত্তিকারদের সম্মান জানালো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ
বর্ণিল ২২টি বছর কাটিয়ে ২৩ বছরে পা দিয়েছে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অনন্য আবৃত্তি সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ’।
তারা প্রশিক্ষকদের সম্মাননা, নামকরা আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিদের দাওয়াত করে সম্মান জানিয়েছেন।
প্রশিক্ষক সম্মাননা গ্রহণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দর্শনের সহযোগী অধ্যাপক ও নামী আবৃত্তিকার মাছুম আহমেদ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শারমীন মুশতারী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়ো-টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান।
আরো অনেক আয়োজনে মঙ্গলবার ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে মেতেছিলেন তারা।
জয়নুল আবেদিন আর্ট গ্যালারি মিলনায়তন তারার আলোয় আলোকিত হয়েছে। তাদের নিয়েই করেছে ‘দ্বাবিংশ প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্বিংশ সমাবর্তন’।
পুরোনো ছাত্র, ছাত্রী আবৃত্তিশিল্পীদের সম্মাননা প্রদানের এই অনুষ্ঠানে পুরোনো এবং নতুনরা এক হয়েছেন।
মঞ্চের সভাপতি আলোচনা ও সমাবর্তনে সভাপতি হয়েছেন। নাম তার সোহান আল মাফি।
প্রধান অতিথি হয়ে এসেছেন আয়োজনে-তাদের প্রিয় শিক্ষক ও লেখক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ। তিনি ‘মহীবুল আজিজ’ নামেই খ্যাত।
বিশেষ অতিথি ছিলেন দর্শনের সহযোগী অধ্যাপক ও আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা মাছুম আহমেদ।
ছিলেন আজীবনের উপদেষ্টা জেবুন নাহার শারমিন।
চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোটের সংগঠনগুলোর বিখ্যাত সাংস্কৃতিক কর্মীরাও এই আয়োজনে অতিথি হয়েছেন।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য দিয়েছেন মঞ্চের অনুষ্ঠান সম্পাদক শাকিল আহমেদ।
এরপর চতুর্বিংশ প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালার প্রশিক্ষণার্থীরা আবৃত্তি পরিবেশন করে মাতিয়ে দিয়েছেন সবাইকে।
কথামালা পর্বে অনুভূতি ব্যক্ত করেছেন আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথি, আবৃত্তি মঞ্চের উপদেষ্টা ও বন্ধু সংগঠনের নেতারা। অংশগ্রহণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের আজকের কমীরাও। তাদের এই প্রিয় সংগঠনের জন্ম ২০০০ সালে ২০ সেপ্টেম্বর। তাদের শ্লোগান, ‘শাশ্বত সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা'। সেই স্বপ্নবাজ তরুণদের আজ অনেকেই মধ্যবয়সী, নানা কর্মের কাজী। তবে আবৃত্তি ও বিশ্ববিদ্যালয়কে কোনোদিন ভোলেননি তারা কেউ। ফলে খুব খুশি হয়েছেন সবাই।
বিপুল এই আয়োজনে আরো এসেছেন সঙ্গীত গবেষক গীতা দত্ত, মো. মুজাহিদুল ইসলাম, প্রণব চৌধুরী, বনকুসুম বড়ুয়া, লেখক ও গবেষক আলী প্রয়াস, পুনম দত্ত, ইকবাল হোসেন জুয়েলসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামকরা আবৃত্তিকর্মীরা।
দুই যুগের এই পূর্তিতে প্রধান ও বিশেষ অতিথি তাদের মঞ্চের ‘চতুর্বিংশ আবৃত্তি কর্মশালা’র প্রশিক্ষকদের ‘প্রশিক্ষক সম্মাননা’ তুলে দিয়েছেন।
প্রশিক্ষক সম্মাননা গ্রহণ করেছেন সঙ্গীত ভবন চট্টগ্রামের অধ্যক্ষ কাবেরী সেনগুপ্তা, শিক্ষক ও সংবাদ উপস্থাপক রেখা নাজনীন, আবৃত্তিশিল্পী প্রবীর পাল ও আবৃত্তিকার-উপস্থাপক জেবুন নাহার শারমিন।
‘চতুর্বিংশ প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা'র মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সভাপতি সোহান আল মাফির সমাপনীজ্ঞাপন।
তারপর তাদের আড্ডা।
ওএফএস।