বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে আইইউবি’র ‘স্বর্ণজয়’
‘বঙ্গবন্ধু আন্ত: বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা’র টেবিল টেনিস বিভাগের মিশ্র দ্বৈতে ‘স্বর্ণ পদক’ জয় করে নিয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারী বিশ্ববিদ্যালয় ‘ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’।
তাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)’র ছাত্রী শারমিন ইসলাম শ্রদ্ধা ও বিবিএ’র হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ছাত্র মোহাম্মদ রিফাত মাহমুদ সাব্বিরের দলটি ফাইনালে সরাসরি সেটে হারিয়ে দিয়েছে রানার-আপ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে।
১৭ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায়, তুমুল উত্তেজনায় ঢাকার সাভারের আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ফাইনাল ম্যাচটি হয়েছে।
তার আগে সেমিফাইনালে শক্তিশালী নর্থ সাউথ ইউনিভার্সিটিকেও সরাসরি সেটে হারিয়েছিল অত্যন্ত ভালো খেলোয়াড়ের ‘আইইউবি’ দল।
বাংলাদেশের বেসরকারী ও সরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়ে আয়োজিত বর্ণাঢ্য এই প্রতিযোগিতায় আইইউবির মোট স্বর্ণ হলো দুটি।
তারা একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক জয় করে মোট চারটি সেরা পদক ঘরে তুলেছেন এই তক।
শ্রদ্ধা-সাব্বিরের চ্যাম্পিয়ন টেবিল টেনিস দলকে অভিনন্দন জানিয়ে আইইউবির উপাচার্য অধ্যাপক ড. তানভীর হাসান বলেছেন, ‘তোমরা আমাদের আইইউবির জন্য আরো একটি অসাধারণ মুহূর্ত এনে দিলে। তোমাদের অভিনন্দন ও দোয়া।’
বাংলাদেশের অন্যতম প্রধান এই শিক্ষাবিদ আরো বলেছেন, ‘এবারের বঙ্গবন্ধু আন্ত: বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় যে কটি খেলায় আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে, তারা খুব ভালো খেলোয়াড়। আর তোমরা যারা পদক জয় করেছো, তারা সবাই নারী ও পুরুষ খেলোয়াড়রা সাফল্যের দিক থেকে সমানে, সমান প্রমাণ করেছো।’
আইইউবির উপাচার্য বলেছেন, ‘টেবিল টেনিসের মিশ্র দ্বৈতের আমাদের চ্যাম্পিয়নশিপ আবারও প্রমাণ করেছে, ছেলে ও মেয়েরা যখন একত্রে কোনো খেলা খেলে, তখন অবশ্যই সবসময় ভালো ফলাফল আসে।’
ওএফএস।