তিনটি বাস ও দুটি মাইক্রো পেল ইসলামী বিশ্ববিদ্যালয়
লেখা ও ছবি : ইসলামী বিশ্ববিদ্যালয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে নতুন পাঁচটি গাড়ি যুক্ত হয়েছে। এক কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫২ আসন বিশিষ্ট ৩টি বাস ও ৮৭ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের টয়োটা কোম্পানির দুইটি শীতাতাপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতর জানিয়েছে, ইউজিসির বরাদ্দে ও সরকারের টাকায় নতুন ৫টি গাড়ি কেনা হয়েছে।
তিনটি বাসের মধ্যে কমপক্ষে দুইটি শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেয়া হবে। আরেকটির বিষয়ে সিদ্ধান্ত হয়নি। শিক্ষক বা কর্মকর্তারা ব্যবহার করতে পারেন।
দুইটি মাইক্রোবাস বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কাজে শিক্ষক বা কর্মকর্তা পরিবহনে ব্যবহার করা হবে।
গতকাল রোববার ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় প্রশাসনের ভবনের সামনে গাড়িগুলোকে ফিতা কেটে বরণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এই সংক্ষিপ্ত সভায় গাড়ি ক্রয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কাজী আখতার হোসেন সভাপতিত্ব করেছেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন। অংশগ্রহণ করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ অন্য অধ্যাপক ও পদস্থ কর্মকর্তারা।
তাদের পরিবহন দফতরের তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বহনের দুটি মোটে বাস আছে। একটি ছাত্রীদের পরিবহনের জন্য বরাদ্দ করা হয়েছে।
তবে ছাত্র-ছাত্রীদের দাবি, তাদের জন্য পর্যাপ্ত নিজস্ব বাস বরাদ্দ করা হোক।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী আছেন। ৮০ শতাংশই ক্যাম্পাসের বাইরে থাকেন। সিংহভাগ কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে বসবাস করেন। ক্যাম্পাসে আসা যাওয়া এবং ক্লাস-পরীক্ষার জন্য প্রতিনিয়ত তারা ২৩-২৪ কিলোমিটার যাতায়াত করেন। তাদের প্রধান ভরসা বিশ্ববিদ্যালয়ের বাস।
তাদের ক্যাম্পাসের পরিবহন বিভাগের প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন নতুন বাসগুলোর বিষয়ে বলেছেন, ‘তিনটি বাসের মধ্যে আমাদের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য কমপক্ষে দুইটি ব্যবহার হবে। কোন রুটে কোন বাসটি চলবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তাদের প্রয়োজন বিবেচনা করে এই সিদ্ধান্ত দেওয়া হবে।’
অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানিয়েছেন, ‘অতি শীঘ্রই আরও একটি বাস বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংযুক্ত করা হবে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তার পরিবহন পুলে বাস সংযোজনকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়টি জেলা শহর থেকে দূরে বলে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের যাওয়া-আসায় খুব ভোগান্তি হয়। পাঁচটি গাড়িতে এই সংকট না কাটিয়ে উঠতে পারলেও অনেকটা স্বস্তি মিলবে।’
ওএফএস/