সিকৃবিতে ডিন কাউন্সিলের নতুন আহবায়ক ড. মেহেদী হাসান খান
লেখা ও ছবি : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিন কাউন্সিল’র নতুন আহবায়ক নিযুক্ত হয়েছেন বায়ো-টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম. বদরুল ইসলাম শোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে ডিন কাউন্সিলের আহবায়ক এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুনের মেয়াদ শেষ হওয়ায় তাকে এই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান ১৯৯৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পালন বিষয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতক, ২০০১ সালে বায়ো-কেমিস্ট্রিতে স্নাতকোত্তর পাশ করেছেন।
২০১০ সালে যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীপুষ্টিতে পিএইচডি অর্জন করেছেন।
তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়ো-টেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অর্থকমিটি, রিসার্চ অ্যাডভাইজরি কমিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, অ্যাকাডেমিক কাউন্সিল সদস্য, হল প্রাধ্যাক্ষসহ অ্যাকাডেমিক ও প্রশাসনিক নানা দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খানের মোট ৬১ টি গবেষণাপত্র ও ৩টি বই প্রকাশিত হয়েছে।
বিভিন্ন বৈজ্ঞানিক সম্মেলনে মোট ২১টি গবেষণাপত্র উপস্থাপন করেছেন।
তিনি ১৫ জন স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র, ছাত্রীর গবেষণা তত্বাবধায়ক ও ১০ জনের স্নাতকোত্তর গবেষণায় সহ-তত্বাবাধায়ক ছিলেন।
ওএফএস।