চবিতে বাস-শাটল ট্রেন বন্ধ, ৮ বিভাগের পরীক্ষা স্থগিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফটকে শাখা ছাত্রলীগের পদবঞ্চিতদের দেওয়া তালা এবং অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধের কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাস ও শাটল ট্রেন। অবরোধের ফলে ৮ বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের ৬ গ্রুপের নেতাকর্মীরা। গ্রুপগুলো হলো- ভিএক্স, কনকর্ড, আরএস, বাংলার মুখ, এপিটাফ ও উল্কা।
পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তের তথ্য অনুযায়ী, ফিশারিজ, সংস্কৃত, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মাইক্রোবায়োলোজি, পালি, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, দর্শন, আরবী, ম্যানেজমেন্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পূর্বনির্ধারিত পরীক্ষা হওয়ার কথা ছিল।
এদের মধ্যে সংস্কৃত, মার্কেটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, দর্শন, ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক সম্পর্ক এই ৭টি বিভাগে চলমান পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে বলে স্ব স্ব বিভাগের সভাপতি নিশ্চিত করেছেন।
অন্যদিকে ফিশারিজ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মাইক্রোবায়োলোজি বিভাগ, পালি, আরবী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি তাদের চলমান পরীক্ষাগুলো স্থগিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, যে বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা এসেছে তাদের পরীক্ষা হচ্ছে আর অন্য বিভাগগুলো বন্ধ আছে। পরীক্ষা নেওয়ার বিষয়টা সম্পূর্ণ বিভাগীয় সভাপতিদের উপর। আর আমরা আন্দোলনকারীদের সঙ্গে বসার চেষ্টা করছি একটা সমাধানে আসার জন্য।
এসজি