‘১৯৭১ সালে গণহত্যার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাবি’
১৯৭১ সালে বাংলাদেশে যে গণহত্যা সংঘটিত হয়েছিল তার কেন্দ্রবিন্দুতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশে সংঘটিত গনহত্যার ঘটনা প্রজন্ম থেকে প্রজন্মে বহন করতে হবে।
এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনাই তখন আক্রমনের শিকার হয়েছিল এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী শহিদ হয়েছিলেন।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন জেনোসাইড স্টাডিজ’ কোর্সের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণকালে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন।
এ সময় অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত গণহত্যা বিশ্বে বিরল উল্লেখ করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে এই কোর্সে কৃতকার্য ৩২ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।
এমএমএ/