সকাল ৮টার মধ্যে জবি ক্যাম্পাসে বাস পৌঁছাতে নির্দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সকাল ৮টার মধ্যে শিক্ষক-শিক্ষার্থীদের বাস পৌঁছাতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি চিন্তা করে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে পরিবহন প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ক্লাস ও পরীক্ষা সঠিকভাবে পরিচালনার স্বার্থে ১৪ সেপ্টেম্বর থেকে ছাত্র ছাত্রীদের যাতায়াতে পরিবহন পুলের দৈনিক চলমান যানবাহনগুলো যথাস্থান থেকে যথা সময়ে যাত্রা শুরু করে সকাল ৮টার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছাবে। এ ব্যাপারে পরিবহন পুল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ভাড়াকরা বিআরটিসিগুলো প্রায়ই দেরিতে ক্যাম্পাসে এসে পৌঁছায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলোও যেন সঠিক সময়ে ক্যাম্পাসে এসে পৌঁছায় সেজন্য এ নির্দেশ দেওয়া হয়েছে এবং বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।
এসএন