ইবি’র অধ্যাপক ড. রেজাউল করিম মারা গেছেন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যাপ্লাইড নিউট্রেশন অ্যান্ড ফুড টেকনোলজি (ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি) বিভাগের অধ্যাপক ও গবেষক-বিজ্ঞানী ড. রেজাউল করিম ইন্তেকাল করেছেন।
বুধবার (১৪ আগস্ট) রাত ২টায় দিকে কুষ্টিয়ার নিজ বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অধ্যাপক ড. রেজাউল।
বিভাগ ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, অধ্যাপক ড. রেজাউল করিম ডায়াবেটিস ছাড়া অন্য কোনো রোগে আক্রান্ত ছিলেন না। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টায় শরীরে ব্যথা অনুভূত হচ্ছিল। স্বাভাবিক মনে করে সকালে হাসাপাতালে যাবেন বলে তিনি আবার ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে আবারও বুকে তীব্র ব্যাথা শুরু হয়। ফলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যান। নেওয়ার পথে তিনি মারা যান।
তার অ্যাপ্লাইড নিউট্রেশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আবদুর রউফও জানিয়েছেন, ‘আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন অধ্যাপক ড. রেজাউল করিম।’ তিনি এই অধ্যাপক ও গবেষকের চির বিদায়ে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আবদুর রউফ আরও বলেন, ‘আমি ও অধ্যাপক ড. রেজাউল একসঙ্গেই এ বিভাগে যোগদান করেছি। তিনি আমার আগে সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিভাগকে এগিয়ে নিতে তার প্রচেষ্টা ছিল। তিনি একজন কৃতি গবেষকও ছিলেন। তার মৃত্যুতে আমাদের বিভাগ, বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হলো।’
আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ড. রেজাউল করিমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
ওএফএস/