শাবিপ্রবিতে ১৬-১৭ সেপ্টেম্বর দুই দিনের আন্তর্জাতিক গবেষণা সম্মেলন হবে
লেখা ও ছবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রতিনিধি।
‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের অর্জন, প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ।
আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর শুক্রবার এবং শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনটি সকাল থেকে অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে ছাত্র, ছাত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে জানিয়েছেন অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।
তিনি বলেছেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে এই প্রথম আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হচ্ছে।’
তিনি আরো বলেছেন, ‘শুক্রবার ১৬ সেপ্টেম্বর সকালে সম্মেলনের উদ্বোধন করা হবে। পরদিন বিকাল ৩টায় কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে।’
‘সম্মেলনে ৮টি দেশের গবেষকদের শতাধিক গবেষণাপত্র উপস্থাপন করা হবে।’
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিদেশী অতিথি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী।
সম্মেলন সচিব ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন, মিডিয়া ও প্রচার বিষয়ক সম্পাদক ইংরেজির অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় তাদের আয়োজনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ওএফএস।