জাবি ছাত্র ইউনিয়নের সম্মেলন ১৫ সেপ্টেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই দিনব্যাপী সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদ। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন ছবি চত্বরে আগামী ১৫ এবং ১৬ সেপ্টেম্বর ৩১ তম সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার (১০ সেপ্টেম্বর) সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নুসরাত তুবা ও আহ্বায়ক অমর্ত্য রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গুলিবিদ্ধ গান একদিন ঠিকই কেড়ে নিবে স্বৈরাচারের প্রাণ" এই স্লোগানকে ধারণ করে আগামী ১৫ সেপ্টেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন ছবি চত্বরে। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মজুরি বৃদ্ধির যৌক্তিক আন্দোলনে যুক্ত শ্রমিকবৃন্দ'।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৬ সেপ্টেম্বর ৫০তম আবর্তনকে বরণ করে নিতে নবীনবরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠিতব্য নবীনবরণে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মাসউদ ইমরান এবং প্রখ্যাত পরিবেশ ও প্রাণবৈচিত্র্য গবেষক পাভেল পার্থ। নবীনবরণের আনুষ্ঠানিকতা শুরু হবে সেলিম আল দীন মুক্তমঞ্চে। নবীনবরণে ব্যান্ডদল কাকতাল ও সহজিয়া উপস্থিত থাকবে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অমর্ত্য রায় ৩১ তম সম্মেলনকে সামনে রেখে বলেন,‘মূলত সংগঠনকে গতিশীল করার স্বার্থে এবং নেতৃত্বের বিকাশের জন্য নিয়মিত সম্মেলন জরুরি বলে মনে করি। পাশাপাশি, এই ৩১ তম সম্মেলনে নির্বাচিত হয়ে আসা নতুন কমিটির নেতৃবৃন্দ ক্যাম্পাসের সকল অংশীজনের সমন্বয়ে যোগ্য কণ্ঠস্বর হয়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করি।’
এএজেড