অচল অবস্থায় পড়ে নষ্ট হচ্ছে জবির বাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান ভবনের সামনে বেশ কয়েকটি অচল বাস দীর্ঘদিন ধরে জায়গা দখল করে পড়ে আছে। অচল অবস্থায় থাকায় নষ্ট হচ্ছে বাসগুলো তা ছাড়াও ভবনটির সামনে শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য জায়গাটি সংকুচিত হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নিয়মিত খেলাধুলা করা শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, সামাজিক বিজ্ঞান ভবনের সামনে অচল বাসগুলো থাকার কারণে শিক্ষার্থীরা অবসর সময়ে ভালোভাবে খেলতে পারছে না। এ ছাড়া বাসটি রাস্তার অনেকটা জায়গা জুড়ে থাকার ফলে যাতায়াতেও অসুবিধার সৃষ্টি করছে। এভাবে গাড়িগুলো ফেলে রাখায় ছোট ক্যাম্পাসের অনেক জায়গা দখল করে রেখেছে সেগুলো। এতে শিক্ষার্থীদের চলাফেরায় বিঘ্ন ঘটছে।
পরিবহন পুল সূত্রে জানা যায়, বাসের ইঞ্জিনজনিত সমস্যার কারণে বাসগুলো রুটে চালানো যাচ্ছে না। ক্যাম্পাসের অভ্যন্তরে জায়গা না থাকার কারণে বাধ্য হয়েই বাসগুলো সামাজিক বিজ্ঞান ভবনের সামনে রাখা হয়েছে।
এ ব্যাপারে সুমন নামে একজন শিক্ষার্থী বলেন, বাস পড়ে থাকবে কেন? সেটা রাস্তায় চলাচল করবে। আমাদের খেলতে যেমন অসুবিধা হয় তেমনি অসুবিধা হয় চলাচল করতে। তাই এভাবে ফেলে রেখে বাস নষ্ট না করে চালানো প্রয়োজন।
এ ব্যাপারে পরিবহন পুলের প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক বলেন, ওখানে রাখা বাসগুলো মেরামতের জন্য আমরা টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ করেছি এবং ট্রেজারার স্যারের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। খুব দ্রুত গতিতে এর সমাধান হবে।
এসএন