পরিবহন সুবিধা চান সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের মধ্যে ছয়টির নিজস্ব পরিবহন থাকলেও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের নেই। পরিবহন সুবিধা না থাকায় বিপাকে পড়েছেন কলেজটির শিক্ষার্থীরা।
জানা যায়, সোহরাওয়ার্দী কলেজে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর সব মিলিয়ে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১৭ হাজার। তবুও নেই একটি বাস। সাত কলেজের অন্যান্য কলেজগুলোর সবগুলোরই রয়েছে পরিবহন সুবিধা। তিতুমীর কলেজর ৯টি, ঢাকা কলেজ ৮টি, ইডেন ও বদরুন্নেসা কলেজর ৪টি, কবি নজরুল সরকারি কলেজ ২টি এবং বাঙলা কলেজের একটি বাস রয়েছে।
এদিকে সোহরাওয়ার্দী কলেজের বাস কিংবা অন্যান্য পরিবহন সুবিধা না থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েছে। দূর-দূরান্ত থেকে ক্লাস করতে আসতে শিক্ষার্থীদের পোহাতে হয় বাড়তি ঝামেলা। জ্যামের কবলে পড়ে ক্লাসও মিস হয় অনেকেরই।
গাজীপুর থেকে আসা আমিন নামে একজন শিক্ষার্থী জানান, আমি ৫-৬টার দিকে বের হয়েও ঠিক সময়ে ক্লাসে আসতে পারি না। পাবলিক বাসগুলো দাঁড়ায় বিভিন্ন জায়গায় এতে সময় নষ্ট হয়। আমাদের নিজস্ব বাসের খুব প্রয়োজন।
৩০০ ফিট থেকে আসা রুমি নামে এক ছাত্রী জানান, আমাদের মেয়েদের জন্য পাবলিক বাস বড় দুর্ভোগের জায়গা। অনেক সময় হেল্পাররা খারাপ ব্যবহার করে। হাফ ভাড়া নিতে চায় না। আমাদের নিজস্ব বাসের জরুরি প্রয়োজন।
শুধু রুমি ও আমিন নয়, অনেক শিক্ষার্থীর একইরকম কথা। ঢাকা শহরে পাবলিক বাসে চড়ে ক্যাম্পাসে ঠিক সময় এসে ক্লাসে উপস্থিত হওয়া খুবই কঠিন। অনেক সময় গুরুত্বপূর্ণ ক্লাস মিস হয়ে যায়। আবার কখনো কখনো পরীক্ষার সময় উপস্থিত হতেও দেরি হয়েছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। ছেলেরা পাবলিক বাসে কোনোরকমে উঠতে পারলেও অনেক সময় রানী শিক্ষার্থীরা উঠতেই পারেন না। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় শুধু বাসের উঠার জন্য।
এ ব্যাপারে কলেজের বর্তমান অধ্যক্ষ মো. মোহসিন কবির বলেন, ‘দেশের প্রতিটা কলেজেই কি বাস আছে? অবশ্যই বাস নেই! আর আমাদের সব সমস্যার মূল জায়গার সংকট। ক্যাম্পাসে যদি ২টি বাস আনা হয় তাহলে দুইজন চালক, দুইজন চালকের সহকারী লাগবে। গাড়ি রাখার জন্য একটা গ্যারেজ তৈরি করতে হবে। কিন্তু এখানে গ্যারেজ তৈরির মতো কোনো জায়গা নেই। ক্যাম্পাসে বাস আনলে হয়তো ৩০ শতাংশ স্টুডেন্টস যাতায়াতে কাভার হবে কিন্তু বাকি ৭০ শতাংশ কীভাবে কাভার হবে? দুটি বাস আপনি কোন রুট রেখে কোন রুটে চলাচল করাবেন? বাস আনলে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দেওয়া লাগবে। অনেকেই ক্যাম্পাসের আশেপাশের মেসে থাকে, তারা বলবে আমরা তো বাসে চড়ি না, তাহলে আমরা কেন চাঁদা দেব? এসব দিকও আমাদের বিবেচনা করতে হবে। আর আমাদের আগে জায়গার সংকট নিরসন করতে হবে। এই জায়গার সংকট নিরসন না হওয়া পর্যন্ত কোনোকিছুই করা সম্ভব হচ্ছে না।’
প্রসঙ্গত, শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার সাতটি সরকারি কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়। কলেজগুলো হলো-ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
অধিভুক্তির পর থেকে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি, পরীক্ষা কার্যক্রম, প্রশ্ন প্রণয়নসহ সবধরনের একাডেমিক কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
এসএন
