ইসলামী বিশ্ববিদ্যালয়ের তামান্না আক্তার ম্যারাথনে স্বর্ণ জয় করেছেন

লেখা ও ছবি : ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্রী তামান্না আক্তার ‘তৃতীয় বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপ’-এ মেয়েদের ১৫ কিলোমিটার ম্যারাথনে স্বর্ণপদক জয় করেছেন।
তিনি স্বর্ণ জয়ের পর বলেছেন, ‘প্রতিযোগিতার শুরুতেই এমন দারুণ সাফল্য খুবই আনন্দের। পুরস্কার পেয়ে আমার খুবই ভালো লাগছে। আশা করি, আমরা সামনেও ভালো করব।’
ম্যারাথন শেষে তাদের হাতে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল পদক তুলে দিয়েছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান বলেছেন, ‘আসরের প্রথম দিন আজ। মেয়েদের ১৫ কিলোমিটার ম্যারাথন ও সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ম্যারাথনে আমরা প্রথম হয়েছি। শুরুতেই স্বর্ণপদক জয় একটি বড় অর্জন। আশা করি বাকি ইভেন্টগুলোতেও আমরা ভালো করব। এবারের আসরে সরকারি ও বেসরকারি মোট ১২৫টি বিশ্ববিদ্যালয় অংশ নিচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় মোট ১২টি ইভেন্টে অংশ নেবে।’
ওএফএস।
