‘সিইউএসসি’র ৩৭ সদস্যের পূর্ণ কমিটি হলো

লেখা ও ছবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের বিজ্ঞান সংগঠন ‘কুমিল্লা ইউনির্ভাসিটি সায়েন্স ক্লাব (সিইউএসসি)’র ২০২২-’২৩ শিক্ষাবর্ষেে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সিইউএসসি কার্যালয়ে মডারেটর গণিতের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান নতুন কার্যনিবাহী কমিটি ঘোষণা করেছেন।
ক্লাবের নিয়মানুসারে আগামী এক বছরের জন্য কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গতকাল ১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, সিইউএসসি’র বিদায়ী সভাপতি শাখাওয়াত শাওন ও সাধারণ সম্পাদক এম. ডি. নুরুল মোস্তফা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের ২০১৬-’১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমান উল্লাহ।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞানের জাহিদ হোসেন ইভান।
৩৭ সদস্যর কমিটির অন্যরা হলেন : সহ-সভাপতি মাহবুবুর রহমান, ফাহিম আহমেদ, তনিমা আফরিন ও খায়রুল বাশার।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন : মেসবাহ উদ্দিন আফ্রিদী, নাজমুল হাসান ও কাউসার হোসাইন।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন : ইব্রাহীম খলিল, কিশোর কুমার ও নিয়াজ আল মাসুম।
কোষাধ্যক্ষ হয়েছেন : দিদারুল আলম।
দপ্তর সম্পাদক : ফরহাদ হোসেন।
প্রচার সম্পাদক হয়েছেন : জুবায়ের রহমান।
সংস্কৃতি সম্পাদক নির্বাচিত হয়েছেন : জনি সরকার।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন : মহেদী হাসান রিফাত ও জুয়েল নাথ।
প্রকাশনা সম্পাদক হয়েছেন : হাবিবা প্রিমা ও ইমতিয়াজ।
শিক্ষা ও গবেষণা সম্পাদক হয়েছেন : সাইদুর রহমান ও রেদোয়ান ইসলাম রিমন।
সিইউএসসি’র কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন- ফরহাদুল ইসলাম খান, মোহাম্মদ মাহিন, আরাফ ভূঁইয়া ও পূজাশ্রী বিশ্বাস।
কুমিল্লা ইউনির্ভাসিটি সায়েন্স ক্লাব (সিইউএসসি) ‘বিজ্ঞান আড্ডা’, ‘স্কুলে, স্কুলে বিজ্ঞান জনপ্রিয়করণ’, ‘বিজ্ঞান পাঠচক্র’, ‘বিজ্ঞান সম্পর্কিত চলচ্চিত্র প্রদর্শনী’ ও ‘বিজ্ঞান মেলা’র আয়োজন করে।
ছবি : সিইউএসসি’র নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আমান এবং ইভান।
ওএফএস।
