‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম কুইজ প্রতিযোগিতা’

লেখা ও ছবি : বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
২৯ আগস্ট সারা দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির উদ্যোগে ১শ ৪২টি ছবি নিয়ে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শিরোনামে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি এবং মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ভিত্তিতে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।
সেই ছবিগুলো থেকে দর্শক ছাত্র, ছাত্রীরা কী শিখলেন সেসব প্রশ্নোত্তরের মাধ্যমে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার শিরোনাম ছিল, ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম কুইজ প্রতিযোগিতা’।
প্রতিযোগিতাটি লিখিত ফরম্যাটে হয়েছে।
আজ বুধবার, ৩১ আগষ্ট দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয় টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র)র দোতলায় বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই প্রতিযোগিতার শুরু হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বিচারকের দায়িত্ব পালন করেছেন।
তারা প্রধান কয়েকজন হলে ডিউটি দিয়েছেন।
অন্যান্য সদস্যরা এই প্রতিযোগিতার জন্যও কাজ করেছেন।
কুইজের পর বিজয়ীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেছেন তারা।
ছবি : বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ প্রদশনীর একটি ছবি ও কুইজ প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা।
ওএফএস।
